Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

*সেচ প্রদানের লক্ষে মাঠ পর্যায়ে গভীর নলকূপ স্থাপন।

*গভীর নলকূপ রক্ষণাবেক্ষণ করে চালু রাখা এবং স্কীমভূক্ত কৃষক পর্যায়ে ইউজার কার্ডের মাধ্যমে  প্রি-পেইড মিটার হতে সেচ প্রদান।

*সেচ সংক্রান্ত উদ্ভূত যে কোন সমস্যা দ্রুত সময়ে সমাধান।

* বাস্তবায়নাধীন ও সম্পাদনকৃত উন্নয়নমূলক সকল কাজের কারিগরী বিশ্লেষণ এবং সন্তোষজনক কার্য সম্পাদনের নিয়মিত ও নিয়ম মাফিক বিল প্রাপ্তি স্বাপেক্ষে বিধি মোতাবেক প্রদানের ব্যবস্থা নিশ্চিত করন।

* গভীর নলকূপ সমূহের মোবাই ভেন্ডিং ইউনিট(MVU) ডিলার ও খন্ডকালীন অপারেটর নিয়োগের মাধ্যমে বেকারত্বের অভাব দূরকরণ।

* সেচের পানি সুষ্ঠু ব্যবহারের জন্য ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ মালামাল সংগ্রহ ও সেচনালা নির্মাণ কাজের তদারকী নিশ্চিত করণ।

* পরিবেশের ভারসাম্য আনয়নের লক্ষে বনায়ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

* খাস খাল ও পুকুর পূন:খনন এবং খালে ক্রসড্যাম নির্মাণের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ।

* খালের ধারে ও পুকুরের পার্শ্বে বনায়ন সৃষ্টি ও সেচাবাদ নিশ্চিতকরণ এবং মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ কৃষকদের প্রোটিনের অভাব দূরীকরণ।

* গভীর নলকূপ হতে পানীয়জল সরবরাহের স্থাপনা তৈরীকরণ। গ্রামীণ জনগণকে বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিতকরণ।

* গ্রামীণ পাকা সড়ক নির্মাণের মাধ্যমে গ্রামীণ জনগণের সহজ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং উৎপাদিত ফসল সহজে বিভিন্ন গ্রোথ সেন্টারে পরিবহণের ব্যবস্থা নিশ্চিতকরণ।

* উন্নত বীজ সরবরাহের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কৃষকবৃন্দকে ফসলের বৈচিত্রকরণে যথাযথা পরামর্শ প্রদান।