Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা সহজিকরণ
বিস্তারিত

বিএমডিএ নওগাঁ জোনে ২৪৯ টি গভীর নলকূপ প্রি-পেইড মিটার দ্বারা পরিচালিত হচ্ছে। সেচসুবিধাভোগী প্রতিটি কৃষক নিজ নিজ ইউজার কার্ড দ্বারা গভীর নলকূপ হতে চাহিদা মাফিক সেচ নিতে পারেন। প্রতিটি গভীর নলকূপ অত্র দপ্তরের সহকারী মেকানিক অথবা মেকানিক  নিয়মিত পরিদর্শন করে থাকেন। গভীর নলকূপের কোন মটর/ট্রান্সফরমার/মেইন সুইচ/ষ্টার্টার/কাট-আউট/প্রি-পেইড মিটার সহ যে কোন বৈদ্যুতিক যন্ত্রাংশের ত্রুটি অথবা বিকল হলে তাৎক্ষনিক ভাবে দায়িত্বপ্রাপ্ত মেকানিক অথবা সহকারী মেকানিক মেরামত অথবা সংযোজন করে থাকেন। কোন অবস্থাতেই গভীর নলকূপ বন্ধ রেখে ফসলের ক্ষতি করা যাবে না। যে কোন সমস্যার জন্য উপ-সহকারী প্রকৌশলী অথবা সহকারী প্রকৌশলীর নিকট অভিযোগ দিতে হবে। অভিযোগ নিষ্পত্তি না হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।